মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাব।
কর্মসূচির মধ্যে ছিল মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, দেশ মাতৃকার টানে নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ ও তাদের মাগফেরাত কামনায় সম্মিলিত মোনাজাত।
১৬ই ডিসেম্বর রোজ সোমবার সকালে কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। পরে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম সম্পাদক আনিসুল ইসলাম আশরাফী, সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমদ, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মকবুল হাসান ইমরান, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ মোহাম্মদ ধন মিয়া, ইমরান হাসান মারজান, আবদাল মিয়া, আব্দুর রব, সঞ্জীব নন্দী মজুমদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উম্মুক্ত আলোচনায় মহান বিজয় দিবসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং দেশ মাতৃকার প্রতি পরিপূর্ণ ভালবাসা রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে সামাজিক বন্ধন আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠাকল্পে সংবাদ মাধ্যমকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রয়োজন। এ সময় সংগঠনের সভাপতি বলেন, শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের নামে যদি কেহ কোন প্রকার পরিচয় বহন করে অনৈতিক কোন কাজে জড়িত থাকে তাহলে তাকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তিনি আরো বলেন, আমার জানামতে আমাদের কোন সদস্য অনৈতিক কোন কাজের সাথে জড়িত নয়। তবে প্রত্যেকের সজাগ থাকা জরুরী। তাছাড়া রাজনীতি মুক্ত থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এতে যারা নিয়োজিত তাদের প্রত্যেককে সর্বদা সচেতন থাকতে হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।