রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা অগ্নিসংযোগ ভাংচুর ও চাঁদাবাজির ঘটনায় তিন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ও রাত ৯টার দিকে জেলার ফুলবাড়ী এবং রৌমারী উপজেলায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওই ইউনিয়নের অনন্তপুর গ্রামের আবু ছালেকের ছেলে আরিফুর রহমান (২৫) খড়িবাড়ী বাজার শাখা যুবলীগের সভাপতি খড়িবাড়ী শেখ পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে বেলাল হোসেন শেখ (৪৫) এবং
রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী রুবেল।
পুলিশ জানায়, শেখ হাসিনা দেশত্যাগের পর গ্রেফতারকৃতরা দীর্ঘদিন আত্নগোপনে থাকার পর বাড়ি ফিরেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হামলা ভাংচুর লুটপাটের মামলায় ৫ নম্বর আসামী হিসাবে আরিফুর রহমান ও বেলাল হোসেন শেখকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ। এদিকে শনিবার রাত ৯টার দিকে রৌমারী উপজেলা হাসপাতাল গেট এলাকা থেকে যাদুরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী রুবেলকে বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, গ্রেপ্তার নুরুন্নবী রুবেলকে রোবাবার (২২ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।