মোঃ সুলতান মাহমুদ , গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়ায় ঐতিহ্যবাহী আমরাইদ কারিগরি কলেজের পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবর্ধনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে
উষ্ণ সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক মোখলেছুর রহমান রুবেলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, স্থানীয় রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাদল প্রমুখ । এছাড়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আমিনুল হক সাদেকের স্ত্রী ও পুত্র উৎস, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।