মোঃ সাকিল আল ফারুকী
চাঁদাবাজ দখলবাজ এবং ৫ আগস্টের পর যারা হাইব্রিড নেতা হয়েছেন তাদের স্থান মহানগর উত্তর বিএনপিতে হবে না। কর্মিবান্ধব, জনবান্ধন জনসেবার মন মানসিকতা ব্যক্তিদের এবং রাজপথে দীর্ঘ দিন আন্দোলন সংগ্রামে যারা সহকর্মী ছিলেন তাদের নতুন নেতৃত্বের অগ্রভাগে রাখা হবে। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা ১৩ নং সেক্টর খেলার মাঠে উত্তরা পশ্চিম থানা বিএনপির কর্মি সভা ও রাষ্ট্র মেরামতের বিএনপির ৩১ দফা বিষয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এসব কথা বলেন।
উক্ত কর্মিসভা ও কর্মশালায় মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সভাপতি উত্তরা পশ্চিম থানা বিএনপির আব্দুস সালাম, উত্তরা পশ্চিম থানা ৫১ নং ওয়ার্ড বিএনপির সদস্য বাদল হাওলাদার, উত্তরা পশ্চিম থানা ৫১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন হাওলাদার, উত্তরা পশ্চিম থানা ৫১ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মামুন ভুঁইয়া, উত্তরা পশ্চিম থানা ৫১ নং ওয়ার্ড বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা পারভিন বেগম,ঢাকা মহানগর উত্তরের বিএনপির অঙ্গ সংগঠনের তাতী দলের সদস্য সচিব এম,এ,হান্নান, ঢাকা মহানগর উত্তরের শ্রমিক দলের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, উত্তরা তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, ৩১ দফা বাস্তবায়নে আমরা সকলে কাজ করছি। আমাদের সকলের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করত হবে। দলের বদনাম হবে এমন কাজ করা যাবে না। গত আন্দোলনে আমাদের দলের ৪২০ জন নেতাকর্মী শহীদ হয়েছে তাদের সকলকে মুক্তিযুদ্ধা হিসেবে সার্টিফিকেট দিতে হবে। এই এলাকায় বিনাভোটে ডামি ভোটে এমপি হয়েছে হাবিব হাসান ও খসরু। বিনাভোটে আর এমপি হওয়ার সুযোগ নেই। তাই জনসম্পৃক্তামূলক রাজনীতি করতে হবে।