*লেখক: এম এ সাকিব খন্দকার*
আমি সাংবাদিক, সমাজের কণ্ঠ,
শব্দের মধ্যে খুঁজি সত্যের আঁচ,
কলম আমার অস্ত্র, পৃষ্ঠা আমার মঞ্চ,
জীবনের গল্প লিখি, কথা বলি পুঙ্খানুপুঙ্খ।
প্রতিদিনের খবর, প্রতিদিনের আলো,
অন্ধকারে খুঁজে বের করি সঠিক পথ,
প্রশ্ন করি, অনুসন্ধান করি,
অজানা থেকে জানা, সত্যের দিকে দিই পা।
রোজ হাজারো মুখের ভীড়ে,
কিছু মুখ থাকে অচেনা, কিছু মুখ চিনতে হয়,
তবে আমি জানি, সত্য কখনো হারায় না,
যতই ছলনা হোক, যতই মিথ্যা ঢাকি,
আমি সাংবাদিক, আমি খুঁজে বের করি সত্যের দাগ।
কখনো হাসি, কখনো কান্না,
কখনো বেদনা, কখনো আনন্দের ঝলক,
জীবন আর সাংবাদিকতা এক মিশ্রণ,
আসছে, যাচ্ছে, মানুষের গল্প,
আমি সেই গল্পের সাক্ষী, লেখক,
দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সঠিকতা খোঁজার নিরন্তর যাত্রী।
আমি লিখি, আমি বলি, আমি খোঁজ করি,
নতুন দিনের আলোয়, পুরনো অন্ধকারে,
বিশ্বের ক্ষুদ্র থেকে বৃহৎ গল্প,
সবই আমার কলমের মাধ্যমে পৃথিবীর কাছে পৌঁছায়।
তবে সাংবাদিকতার পথে,
সব সময় হাসি থাকে না,
এমন অনেক গল্প থাকে,
যা হৃদয়ে কষ্টের চিহ্ন রেখে যায়।
তবুও, আমি এগিয়ে যাই,
আমি সাংবাদিক, আমি সত্যের খোঁজে,
মুখে না বলা গল্পগুলো সবার কাছে পৌঁছে দিই।
এম এ সাকিব খন্দকার, নাম আমার,
গল্পের সন্ধানে, সত্যের পথে চলি,
অফিস, গলি, বাজার কিংবা শহর,
আমার কলমের সঙ্গে যেখানেই থাকুক আলো,
আমি হবো সেই যে সত্যের পথে হাঁটে,
যেখানে থাকে মানুষের কষ্ট, সেখানে থাকে আমার কাজ।