মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা
রাজশাহী জেলার তানোর উপজেলার মোড় পাবলিক টয়লেটে সাথে দুইটা দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বর্ননা মতে আজ দুপুরে ১২:৩০ মিনিট এ তানোর উপজেলার পাবলিক টয়লেটে সাথে দুইটা দোকান ঘর বৈদ্যুতিক সার্কিট এ আগুন এ সুত্রপাত হয়।পরে একটু ধোঁয়া ওঠাতে ওঠাতে সম্পুর্ন দোকান এ আগুন লাগে।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্ননা মতে দোকানদার এর নাম মোঃ ইনসান আলী।সে তানোর এর পাবলিক টয়লেটে ইজারাদার সাথে দুইটা দোকান ঘর নির্মাণ করে সেখানে পান সুপারি দোকান করতে। কিন্তু আজ সে দোকান ঘর খুলেনি। দোকান ঘরে কয়েক হাজার টাকা মালামাল ছিল বলে জানা গেছে। দোকান ঘর এর পাশাপাশি ইনসান আলী পাবলিক টয়লেটে ইজারাদার এর কাজ করতেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান মূলত বৈদ্যুতিক শক সার্কিট এ আগুন সূত্র পাত।