মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
গোদাগাড়ী উপজেলায় বালু মহালে চাঁদাবাজি কারনে এলাকায় বালু মহলের কর্মরত শ্রমিক মালিক ও সমাজের সচেতন নাগরিক গন আজ এক মানববন্ধনে অংশ নেয়। বর্ননা মতে টুকু ও টমাসের নেতৃত্বে একটি দল বালুরঘাট এলাকায়
শ্রমিকদের মারধর করে এবং চাঁদাবাজি দাবি করেন। ভুক্তভোগী ব্যাক্তি মোঃ সজল জানায় গতকাল ঘাটে কর্মরত শ্রমিক সজলকে কয়েক জন লোক জন এসে মারধর করে এবং বালুরঘাট বন্ধ করে দেওয়ায় হুমকি দিয়ে যায়। ফলে এলাকায় কর্মরত শ্রমিকরা বালুরঘাট এ কাজ করতে ভয় পাচ্ছেন ফলে এলাকায় কিছু সচেতন মহল এগিয়ে এসে আজ
মানব বন্ধন কর্মসূচি আয়োজন করে
আয়োজনে: বালু মহলের কর্মরত, মালিক, শ্রমিক ও রাজশাহীর সচেতন নাগরিক সমাজ।