1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুখে কালো কাপড় বেঁধে ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ওয়ার্ল্ড স্টপস ফর গাজা বিক্ষোভ মিছিল থেকে রেস্টুরেন্ট ভাঙচুর বাঘায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তারা উজিরপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কে অবাঞ্চিত ঘোষণা গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কালিহাতীতে উপজেলা ছাএদলের বিক্ষোভ মিছিল দীঘিনালায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গফরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাথে কেসিসি প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মানবাধিকার ফোরামের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদককে হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃআবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

মোঃআবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

 

বহুল প্রচারিত দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদকে ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ সাদিক প্রিন্স কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের চৌমোহনা চত্বরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আয়োজনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ জেলা প্রতিনিধি মোঃ মশাহিদ আহমদ এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ জাফর ইকবাল, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি এড. স্বপন কুমার দেব, দৈনিক নয়া বঙ্গবাজার প্রতিনিধি জোসেপ আলী চৌধুরী, দৈনিক বঙ্গ জননী প্রতিনিধি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, তাওহীদ ইসলাম দাবা একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক তাওহীদ ইসলাম, বাংলা টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন, সাপ্তাহিক রাজনগর বার্তা সম্পাদক আক্তার হোসেন সাগর, মাওলানা শরীফ আহমদ, এস.এম সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন, দৈনিক খবরপত্র প্রতিনিধি সাইদুল ইসলাম, দৈনিক নতুন সময় প্রতিনিধি আব্দুল বাছিত খাঁন, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক ভোরের সময় প্রতিনিধি রিপন আহমদ, দৈনিক জনতার দলিল প্রতিনিধি আব্দুল মুকিত ইমরাজ, দৈনিক কুলাউড়ার ডাক প্রতিনিধি জাহেদুল ইসলাম পাপ্পু, বাংলা টাইমস এন্ড টিউন প্রতিনিধি মোঃ কিবরিয়া আহমেদ, সাংবাদিক মহসিন আহমদ, সাকির আহমদ, ছাত্র ফোরাম এর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সাকিবুল হাসান, মনজুরুল আলম, স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা এর সভাপতি হাফেজ মিনহাজ আহমদ প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, মারুফ সাদিক প্রিন্স ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ছত্রছায়ায় ও তার মদদে ডেসকোতে উপ-সহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করেন। ফরিদপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজেই তার রাজনীতির হাতেখড়ি। পড়াশুনার পাশাপাশি তিনি উক্ত কলেজর জিএস নির্বাচিত হন। পরবর্তী সময়ে ডিপ্লোমা শেষ করে চাকুরীর জন্য ঢাকায় আসেন। যোগদানের পরই তিনি রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন যাবৎ ওই পদে থেকে রাজনৈতিক মদদে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক হন। ডেসকো নেতা হওয়ার সুবাদে নিজের স্ত্রী নামে “লাবনী এন্টারপ্রাইজ” প্রতিষ্ঠান গড়ে তোলেন।

 

ফ্যাসিস্ট অনুসারীদের দোসর মারুফ সাদিক প্রিন্সকে চাকুরীচ্যুত করে দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে বক্তারা আরো বলেন, ডেসকোতে সেবা নিতে আসা অনেক ভুক্তভোগি ও ডেভেলপার কোম্পানী ইলেকট্রিক লাইন ও লোডের জন্য আবেদন করলে তাদের কাছে প্রিন্স অবৈধভাবে টাকা দাবি করতেন। এমনকি টাকা না দিলে আবেদন গ্রহণ এবং কাজ করতেন না। তিনি বিভিন্নভাবে গ্রাহককে তাদের লিফ্ট, জেনারেটর, সোলার, সাব-স্টেশন ইত্যাদির কাজ তার স্ত্রীর প্রতিষ্ঠান “লাবনী এন্টারপ্রাইজ” এ দিতে বাধ্য করতেন। গ্রাহকরা তার কথামতো কাজ না করলে তাদের আবেদন গ্রহণ করতেন না এবং কাজও দিতেন না। এইভাবে ডেসকোতে তিনি অনৈতিকভাবে প্রচুর টাকা ইনকাম করেছেন। তার রয়েছে ফলসিয়া গ্রামে থ্রীপ্লেক্স বাড়ি, যা “কিং প্যালেস” নামে পরিচিত। বসুন্ধরাতে রয়েছে ১৭৬০ স্কয়ার ফিট সম্মিলিত বিশাল বিলাসবহুল ফ্লাট। এন ব্লকে স্ত্রীর নামে ৫ কাঠা জায়গায় ১০ তলা বাড়ি, দামী গাড়ি সহ নামে-বেনামে অঢেল সম্পদ। এসব অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশিত হওয়ার কারণে তিনি ক্ষুব্ধ হয়ে দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও অকথ্যভাষায় গালিগালাজ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট