বিশেষ প্রতিনিধিঃ
নেই পাশে কেউ যার – সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
পরে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা ডাঃ প্রণব কুমার সাহা, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক জাহাঙ্গীর আলম সহ সরকারী ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগণ বলেন, সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নানাবিধ কর্মসূচী গ্রহণ করেছে। যা দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।