সুপণ বিশ্বাস(বিশেষ প্রতিনিধি)
বীর প্রসবিনী চট্টলার ঐতিহ্যবাহী রাউজান উপজেলার ব্যস্ততম সড়ক রাউজান- রাঙামাটি সড়ক।
রাউজান-রাঙামাটি সড়কের দু’ধারে রোপিত বিদেশি খেজুর গাছগুলো দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় মৃতপ্রায় হয়ে পড়েছে। মানবিক সংগঠন ‘মানুষ যে ফাউন্ডেশন’র মানবিক কর্মকর্তাদের চোখে বৃক্ষের নিরব কান্না ধরা পড়ায় বিবেকী দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই সংগঠনের স্ব উদ্যোগে সম্প্রতি মৃতপ্রায় বৃক্ষের প্রাণ পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বৃক্ষের আশপাশ পরিষ্কার,
আগাছা ছাঁটাই,বৃক্ষের শেখরে জল প্রদান,বৃক্ষগুলোকে যথাযথ পরিকল্পনার মাধ্যমে সোজা করণ তথা বৃক্ষের বেড়ে উঠার মত পরিবেশ সৃষ্টি সহ দিনব্যাপী কর্মীবৃন্দ নানাভাবে নিঃস্বার্থ শ্রম প্রদান করেছে। যে বৃক্ষ আমাদের অক্সিজেন প্রদান পূর্বক ক্ষতিকর কার্বনডাই-অক্সাইড নিজে গ্রহণ করে আমাদের জীবন,পরিবেশ ও ভৌগোলিক মান সমুন্নত রাখে যে মাতৃসম বৃক্ষের প্রতি যত্নশীল হওয়া প্রতিটি সচেতন নাগরিকের মৌলিক কর্তব্য।
”মানুষ যে ফাউন্ডেশন”র কর্মকর্তারা বলেছেন-পরিচর্যার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি এই অবহেলিক বৃক্ষগুলোর যত্ন নিতে এবং সেগুলোকে আবার প্রাণবন্ত করে তুলতে। আমাদের এই মহৎ উদ্যোগ পরিবেশের প্রতি ভালোবাসা এবং সঠিক যত্নের মাধ্যমে যাতে বৃক্ষগুলো ভবিষ্যতে মহিরুহ হয় সে ব্যাপারে সকলের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।