মোঃ আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র উপজেলা ও পৌর শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাতে মৌলভীবাজার পৌরসভা হল রুমে জেলার ৭ টি উপজেলার কমিটিতে স্হান পাওয়া নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ুন।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য (সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত) ডা. জাহিদ আহমেদ,সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক (হবিগঞ্জ পৌরসভা) মেয়র জি কে গউছ,সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক মিফতা সিদ্দিকী,সাবেক এমপি এম নাসের রহমান ও বিভিন্ন নেতাকর্মী।
এসময় দলীয় সিদ্ধান্ত মতে,শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে নুরুল আলম সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী (পরে বিএনপি নেতাকর্মীদের আপত্তির মুখে ইয়াকুব আলীর নাম প্রত্যাহার করা হবে মর্মে নিশ্চয়তা প্রদান করেন ডা.জাহিদ,যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু ও যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
অপরদিকে একই দিনে শ্রীমঙ্গল পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটিতে শামিম আহমেদকে আহ্বায়ক,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিল্লাদ হোসেন মিরাশদার-সাবেক কাউন্সিলর ও যুগ্ম আহ্বায়ক রাসেদুল হাসান মাস্টার এর নাম দিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়। দুই এক দিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে ডা.জাহিদ সাংবাদিকদের জানিয়েছেন।