সাখাওয়াত হোসেন সুজন পীরগাছা প্রতিনিধি (রংপুর )
পীরগাছা উপজেলার ব্রাক্ষণীকুণ্ডা বাজারের পশ্চিম মাঠে (০৫ জানুয়ারি ) ব্রাক্ষণীকুণ্ডা বাজার যুব উন্নয়ন সমিতির আয়োজনে বেলা বারোটায় প্রতিযোগিতাটি সম্পন্ন হয়েছে।
প্রথম পুরস্কার(০১ গরু) ভুরুঙ্গামারীর রাকিব এবং হালিমা তৃতীয় হয়েছে (০১ খাসি )।
প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন আমিনুল ইসলাম রাঙ্গা, আহ্বায়ক পীরগাছা
উপজেলা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান রেজা চেয়ারম্যান সাত নং ইউনিয়ন পরিষদ, জনাব জিল্লুর রহমান মাস্টার, প্রধান শিক্ষক ও আহ্বায়ক জাতীয়তাবাদী দল অন্নদা নগর ইউনিয়ন, জনাব লুৎফর রহমান আহ্বায়ক বিএনপি পাওটানা ইউনিয়ন শাখা, জনাব মিজানুর রহমান ইজারাদার পাওটানা হাট, সভাপতিত্ব করেন মো: রহিম সরকার বিশিষ্ট সমাজ সেবক।