1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মতলব উত্তরে ৫’শ ৩ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার ঈদ পুনর্মিলনী ও আব্দুদ দাইন সরকারের ৬৮ তম জন্মবার্ষিক উদযাপন হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার উস্তাদ জাকির হোসেন এর স্মরণে শ্রুতিঅঙ্গনের এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন জামায়াতের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ভোট কেন্দ্র ঈদগাহ থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধার পাবনার ধর্ষণ মামলার আসামি মিলন ঢাকায় গ্রেফতার সাংবাদিকদের সাথে ফাগুয়া উৎসব নিয়ে মতবিনিময় সভা গাজায় বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের মানববন্ধন ও প্রতিবাদ, কালিহতী বীরবাসিন্দা ইউনিয়নে বিএনপি নেতা সোহেলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন একটি দেশীয় তৈরি এলজি বন্দুকসহ আসামি গ্রেফতার।

জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ঃ

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, তালিকাভুক্ত আসামি গ্রেফতারের উদ্দেশ্যে লক্ষ্মীপুর জেলা পুলিশ কর্তৃক নিয়মিত অভিযানের অংশ হিসেবে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর জনাব শাহদাত হোসেন টিটু এর নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার সাধারণ ডায়রি নং-৩৪, তারিখ- ০৪/০১/২০২৫ খ্রি. মূলে চন্দ্রগঞ্জ থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানকালে ০৪/০১/২০২৫ খ্রি. তারিখ রাত ২৩:০৫ ঘটিকায় চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী বাজার এলাকায় অবস্থানকালে তিনি গোপন সংবাদ পান যে, চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুর সাকিনস্থ ইয়াকুব আলী পাটওয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের সামনে একজন সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে সংবাদের সত্যতা যাচাইসহ আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিও অফিসার ও ফোর্সদের নিয়ে ০৪/০১/২০২৫ খ্রি. তারিখ ২৩:৩০ ঘটিকায় চন্দ্রগঞ্জ থানা এলাকার লতিফপুর গ্রামে ইয়াকুব আলী পাটোয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে একজন লোক কৌশলে পালানোর সময় ডিবির টিম রাহাত হোসেন বাবু (২৪), পিতা-শাহ আলম, মাতা-রুনা আক্তার, গ্রাম-পশ্চিম লতিফপুর (কোয়ার বাড়ি), ৪নং ওয়ার্ড, ১০নং চন্দ্রগঞ্জ ইউপি, থানা-চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষ্মীপুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিকে অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি রাহাত হোসেন বাবু স্বীকার করেন যে, তার নিকট ০১টি এলজি বন্দুক আছে এবং বন্দুকটি চন্দ্রগঞ্জ থানাধীন লতিফপুরস্থ ইয়াকুব আলী পাটওয়ারী বাড়ি বায়তুল আজহার জামে মসজিদের সামনে জিসান এর কবরের উপর কবর ঢেকে দেওয়া পলিথিনের নিচে একটি লাল টিস্যু শপিং ব্যাগের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছেন। আসামি রাহাত হোসেন বাবুর দেখানো মতে উল্লিখিত স্থানে তল্লাশি করে কাঠের বাট, ট্রিগার ও ফায়ারিং পিনযুক্ত দেশিয় তৈরি ০১টি এলজি বন্দুক (দৈর্ঘ্য বাটসহ অনুমান ১৭ ইঞ্চি, লোহার ব্যারেল এর দৈর্ঘ্য ৬.৫ ইঞ্চি, কাঠের বাটের দৈর্ঘ্য অনুমান ৬ ইঞ্চি) উদ্ধারপূর্বক ০৪/০১/২০২৫ খ্রি. তারিখ রাত ২৩:৫০ ঘটিকায় জব্দ করা হয়। উক্ত ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ ফয়েজ আহমেদ এজাহার দাখিল করলে চন্দ্রগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখঃ ০৫/০১/২০২৫ খ্রি. ধারা-The Arms Act 1878 এর 19 (A) রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামি রাহাত হোসেন বাবুকে বিজ্ঞ আদালতে সোপর্দসহ রিমান্ডের আবেদন করা হয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিকে অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি বৈধ কোন কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি। এছাড়াও, আসামি রাহাত হোসেন বাবু উক্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভয়-ভীতি সৃষ্টিসহ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো বলে স্থানীয়ভাবে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট