লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রায়পুর বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার হিসাবরক্ষক নূরে হেলাল মামুন, সহকারী কর আদায়কারী ইকবাল হোসেন পাটোয়ারী, এবং রায়পুর ব্যবসায়ী ফেডারেশনের আহ্বায়ক সাইফুল ইসলাম মুরাদসহ ফেডারেশনের অন্যান্য সদস্যরা। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খাঁনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বাজার সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
ব্যবসায়ীরা সভায় যানজট, পৌর ট্রেড লাইসেন্স, বাজারের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, বাজারের স্ট্রিট লাইট অকার্যকর হওয়া, সিসি ক্যামেরা স্থাপন, এবং পৌরসভার রাস্তা উন্নয়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খাঁন বলেন, “আপনারা যদি নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধ করেন, তাহলে জরিমানা মওকুফ করা হবে। তবে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে এবং ফুটপাতে বসে থাকা ভ্যানগুলোর বিষয়ে আমরা যৌথভাবে পদক্ষেপ নেব। আপনারা যে দাবিগুলো তুলে ধরেছেন, সেগুলো যৌক্তিক এবং বাস্তবসম্মত। এগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। পর্যায়ক্রমে সবকিছু সম্পন্ন করা হবে।”
সভাটি অত্যন্ত আন্তরিক পরিবেশে সম্পন্ন হয় এবং বাজারের উন্নয়নে ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।