মোঃ সুলতান মাহমুদ, গাজীপুর জেলা প্রতিনিধি।
অজ্ঞাত নামের একব্যক্তির মরদেহ দেখতে পান এলাকাবাসী, আজ সকালবেলা এলাকাবাসীর মাধ্যমে খোঁজ হয় আদর বান্দের ব্রিজের পাশে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীর মাধ্যমে আরো লোকজন একসাথে হওয়ার পরে মাওনা পুলিশ ক্যাম্পে সহযোগিতায় মরদেহটিকে উঠিয়ে তার পরিচয় ও চিহ্নিত করতে সক্ষম হোন তার নাম রমজান আলী পিতার নাম: মৃত আব্দুল গণিঠিকানা: আদুরগোলা মাইস বাক ঈশ্বরদী কিশোরগঞ্জ
মৃত রমজান আলীর আত্মীয়স্বজনরা জানান যে
মৃত রমজান আলি কে কালকে থেকে খোঁজাখুঁজির পর আজকে তার লাশ মিলল আদর বান্দের ব্রিজের পাশে কাশফুল সেক্টর এরিয়ায়ন খালের পাশের ড্রেন এ সকাল ৯ ঘটিকার সময় বিগত লাশ দেখা যায়, উক্ত লাশ কে চিহ্নিত করে তার পরিবারের হাতে তুলে দিয়ে আইস-শৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে।