সুপণ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি)
বীর প্রসবিনী চট্টলার বোয়ালখালী উপজেলাধীন আহলা দরবার শরীফ এর নায়েবে সাজ্জাদানশীন,আধ্যাত্মিক জার্নাল সূফিকথা’র উপদেষ্টা সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও সমাজহিতৈষী মূফতি সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদ ছাহেব আল মাইজভাণ্ডারী (মঃজিঃআঃ) সম্প্রতি চট্টগ্রাম নগরীর কিং অব চিটাগাং কনভনশন হলে অনুষ্ঠিত একটি সামাজিক অনুষ্ঠানে সূফিকথা’র পক্ষ হতে সমাজকর্ম ও প্রকাশনায় অনিন্দ্য সুন্দর অবদানের জন্যে ” সূফীকথা সম্মাননা” প্রদান করা হয়। সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন বোয়ালখালীস্থ চরণদ্বীপ হারবাংগীরি দরবার শরীফের আওলাদেপাক,সূফিকথা’র উপদেষ্ঠা শাহজাদা সৈয়দ রহমান মিয়া শাহ্ হারবাংগীরি আল মাইজভাণ্ডারী(মঃজিঃআঃ),দরবারে গাউছে হাওলা শরীফের সাজ্জাদানশীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস শাহ্ আকবরী (মঃজিঃআঃ),আমীর ভাণ্ডার দরবার শরীফ এর আওলাদেপাক শাহজাদা মূফতি সৈয়দ আশরাফুজ্জামান আমিরী,
দরবারে কামালিয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মাওলানা মাসূম কামাল আল আজহারী, শাহজাদা সৈয়দ মোরশেদ কামাল, হকভাণ্ডারী ইসলামিক ইনস্টিটিউট’র প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব নুরুল করিম নুরু, বিশিষ্ট সংগঠক সাইফুল আলম নাইড়ু, সমাজসেবক সুলতানুল আলম খোকন,সূফিকথা সাময়িকী’র প্রতিষ্ঠাতা ও উপদেষ্ঠা ডিএক্সার নুর মোহাম্মদ,মাইজভাণ্ডারী একাডেমির আজীবন সদস্য মোহাম্মদ মোসলেহ উদ্দিন মানিক, সুফি কথা’র বার্তা সম্পাদক ও বোয়ালখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী,গোমদণ্ডী জলিল ভাণ্ডার দরবার শরীফের মোন্তাজেম মোহাম্মদ সাইফুদ্দিন, সমাজসেবক মোহাম্মদ মফিজ উদ্দিন,সৈয়দ মোহাম্মদ আরফাত ইসলাম, প্রবাসী মোহাম্মদ শফি,নুরে আহমদ মির হাসান সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।