মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহী বিভাগের বিভাগীয় বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চলতি অর্থ বছরে শত কোটি টাকার মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা অর্জনের কথা জানিয়েছে রাকাব কর্তৃপক্ষ।
সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম এবং মহাব্যবস্থাপক মো. তাজ উদ্দীন আহম্মদ।
রাকাব সূত্রে জানা গেছে, গত অর্ধ বার্ষিকীতে শাখা পর্যায়ে পরিচালন মুনাফা ছিল ৬৯.২৪ কোটি টাকা, তা ২০২৪ সালে বৃদ্ধি পেয়ে ১১৭.৫০ কোটি টাকায় উন্নিত হয়েছে। এদিকে, অর্ধ বার্ষিকীতে রাকাবের শাখা পর্যায়ে শ্রেণিকৃত ঋণ ছিল ১৫৩৪.০৬ কোটি টাকা, যা কমে দাড়িয়েছে ১২৭৭.৯৮ কোটি টাকায়৷ ডিপোজিট ও ঋণ যথাক্রমে বৃদ্ধি পেয়েছে ৬৭০২.১২ ও ৭৫৮৩.৮৬ কোটি টাকা থেকে ৭০৯০.৪৭ ও ৭৮৭০.৫৯ কোটি টাকা। রাকাব গত বার্ষিক সমাপনীতে দীর্ঘ ৩৭ বছর পর ২.৯৮ কোটি টাকা নীট মুনাফা করে, যা আগামী অর্থ বছরে ১০০ কোটি টাকার মুনাফা অর্জনের লক্ষ্য মাত্রা নিয়েছে।
সভায় রাজশাহী বিভাগের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক, নিরীক্ষা কর্মকর্তা, ঢাকা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এতে রাকাবের অর্ধ বার্ষিকীর একটি প্রতিবেদনের সাফল্য নিয়ে আলোচনা করেন বক্তৃতারা। এছাড়াও রাকাবের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক, নিরীক্ষা কর্মকর্তা, ঢাকা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং ব্যাংকের নীতিমালা অনুসরণ করার বিষয়েও আলোকপাত করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাজশাহী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন এবং বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ইফফাত জাহান ইভা।