মোঃ সুলতান মাহমুদ, গাজীপুর জেলা প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীকে পুলিশ ফাঁড়িতে আটকে রেখে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে সেই পুলিশের উপপরিদর্শক এসআই কুদ্দুস মৃধাকে ক্লোজড করে গাজীপুর পুলিশ লাইনে নেয়া হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল।জানাযায় গত শনিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের হানু মার্কেট এলাকা থেকে আওয়ামী লীগ বলে সবুজ সরকার নামে এক মেবাইল ব্যবসায়ীকে তুলে নিয়ে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশ ফাঁড়িতে আটকে রেখে ২লাখ টাকা নিয়ে ছেড়ে দেয় কুদ্দুছ মৃধা নামে এক উপ-পরিদর্শক (এসআই)।এসআই কুদ্দুস মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন।
ভুক্তভোগী সবুজ সরকার উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের আফতাব উদ্দিন সরকারের ছেলে। তিনি হানু মার্কেট এলাকায় সরকার এন্টারপ্রাইজ নামে একটি মোবাইলের দোকান পরিচালনা করেন।ভুক্তভোগীর পরিবার ও সবুজ সরকার সুত্রে জানাযায় , শনিবার(৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হলে হানু মার্কেট এলাকা থেকে বিনা গ্রেফতারি পরোয়ানায় পুলিশ তাকে আটক করে হ্যান্ডকাফ পরিয়ে চকপাড়া ফাঁড়িতে নিয়ে যায়। পুলিশের কাছে আটক এর কারণ জিজ্ঞেস করলে পুলিশ জানায় সে আওয়ামী লীগ করে। পরে তার কাছে ৫ লাখ টাকা দাবি করে। এ সময় তার কাছে থাকা ব্যবসায়িক কাজের ২ লাখ টাকা নিয়ে এক ঘন্টা আটক রেখে তাকে ছেড়ে দেয়। পরে সবুজ তার নিজস্ব ফেসবুক আইডি থেকে হাতকঁড়া পড়া ছবি সহ একটি পোস্ট করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিতে দেখাযায় পুলিশ ফাঁড়ির ভিতরে একটি ভিতরে একটি পাইপের সাথে হাতকঁড়া লাগিয়ে তাকে আটকে রাখা হয়েছে।
পুলিশের এহেন কাজের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝর উঠে।পরে পুলিশ ও-ই রাতেই ভুক্তভোগী পরিবারের কাছে সমস্ত টাকা ফিরিয়ে দেয়।ভুক্তভোগীর বড় ভাই সুমন সরকার বলেন, কোন গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আমার ছোট ভাই সবুজ সরকারকে গ্রেপ্তার করে টাকা-পয়সা নিয়ে এক ঘন্টা পর ছেড়ে দেয়া হয়। এসময় তিনি সঠিক তদন্তের মাধ্যমে এই পুলিশ অফিসারের শাস্তির দাবি জানিয়েছেন।আটকের পর টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কুদ্দুস মৃধা বলেন, আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। এ অভিযোগ মিথ্যা। তবে সুমন সরকারের নামে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি সহ দলীয় রাজনৈতিক অভিযোগ রয়েছে। সবুজকে আমি ধরে ছিলাম। অভিযোগের তথ্য ভুল থাকায় তাকে রাস্তা থেকেই ছেড়ে দেওয়া হয়েছে।শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, ব্যবসায়ীকে ধরে ছেড়ে দেয়ার ঘটনায় মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই কুদ্দুস মৃধাকে ক্লোজড করে গাজীপুর পুলিশ লাইনে নেয়া হয়েছে।