1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

দাগনভূঞায় অতিথি পাখির কলতানে মুখরিত হাজেরা-খাঁ দীঘি

মোজাম্মেল হক হাছান দাগনভূঞা, (ফেনী) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

খাদ্য ও নিরাপত্তার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সুদূর সাইবেরিয়া সহ বিভিন্ন জায়গায় থেকে শীতের আগমনের সঙ্গে সঙ্গে পাখির অভয়ারণ্য ঘটে।

দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের আলমপুরের আজরাইল দীঘিতে। পাখির এ দৃষ্টিনন্দন মেলায় প্রতিনিয়ত পর্যটকের ভিড় লেগেই থাকে।

অগণিত অতিথি পাখির কলকাকলিতে মুখর এ গ্রামের হাজেরা-খাঁ দীঘি; যা স্থানীয়ভাবে আজরাইল দীঘি বলেই পরিচিত। প্রতিদিন পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙছে এলাকাবাসীর।

পাখির এ কলতান উপভোগ করতে সকাল-বিকাল ভিড় করছেন পাখিপ্রেমীরা। আবার নিষ্ঠুর পাখি শিকারিরাও বসে নাই। প্রকৃতির পাখির অভয়ারণ্যে ওতপেতে বসে থেকে ফাঁদ পাতে পাখি শিকার করে তারা। ক্রমে ক্রমে এক সময় হয়তো এ পাখির অভয়ারণ্যে পাখির মেলায় শূন্যতা দেখা দিতে পারে এ আশঙ্কাও আছে।

দীঘিরপাড়ের বাসিন্দারা বলেন, সকালে তাদের ঘুম ভাঙে পাখির গুঞ্জনে। দীঘিতে আশ্রয় নেওয়া পাখিগুলো নির্বিঘ্নে ছোটাছুটি করলেও কেউ এগুলো ঢিল ছুড়ে বিরক্ত করে না। কোনো শিকারি অসৎ উদ্দেশ্যে জলাশয়ের কাছেও আসে না।

পাখি দেখতে আসা সাইফুল ইসলাম বলেন, লোকমুখে অতিথি পাখির কথা শুনে দেখতে এলাম। এখানে এসে আমি মুগ্ধ। পাখির গুঞ্জনে পরিবেশটা ভালো লাগছে।

স্থানীয় মানবাধিকার কর্মী কামাল উদ্দিন খন্দকার বলেন, এ দীঘিতে প্রতিবছরের মতো এ বছরও শত শত পাখি এসেছে। আগত এসব অতিথি পাখির অভয়ারণ্যে যাতে কোনো প্রকার সমস্যা না হয়, সেদিকে আমরা খেয়াল রাখছি। প্রতিদিন অনেক মানুষ এখানে পাখি দেখতে আসেন। তিনি আরও বলেন, এমন মনোমুগ্ধকর পরিবেশে হাজেরা-খাঁ দীঘিতে একবার ঘুরে এলে পাখিদের কলকাকলিতে মুগ্ধ হবেন সবাই।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাগনভূঞা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী ইফতেখার বলেন, পাখি শিকারিদের দৌরাত্ম্য বন্ধ করা গেলে এবং এসব পাখির নিরাপত্তা দেওয়া গেলে এরা হয়তো নিয়মিত আসবে। একই সঙ্গে পাখির বিচরণের জন্য বিল-জলাশয় ভরাট থেকেও আমাদের বিরত থাকতে হবে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স. ম. আজহারুল ইসলাম বলেন, কারো বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট