নিজস্ব প্রতিনিধি
বৃহস্পতিবার ৯ জানুয়ারি গাজীপুর মহানগর ৪৭ নং ওয়ার্ড শিলমুন মরকুন সংযোগ রোড ,হামিদিয়া মাদ্রাসা এতিমখানায় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দীপু, ছোট ভাই শহিদুল ইসলাম শিপু ,অহিদুল ইসলাম টিপু ,মিথ্যা মামলা প্রত্যাহার ও সুস্বাস্থ্য, কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
ফজরের নামাজের পর এক ঝাঁক কোরআনের পাখি পবিত্র কোরআন খতম পাঠ করেন ।বাদ জোহর মিলাদ অনুষ্ঠিত হয় , মুফতি মাওলানা শামসুদ্দিন খন্দকার মোনাজাত পাঠ করেন এ সময় তিনি দেশবাসী সহ সকলের জন্য দোয়া করেন ,নুরলইসলাম দীপু সহ মিথ্যা মামলা থেকে রেহাই পেয়ে আমাদের সকলের মাঝে দ্রুত ফিরে আসতে পারেন এজন্য দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেন ।মিলাদে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা আলহাজ্ব এ ,বি সিদ্দিক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিকদার ,সাইফুল ইসলাম খান আহ্বায়ক টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টি , মোঃ রশিদ ,মোঃ মাসুম রানা বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী ,নাসিম ভূইয়া ,সেলিম সিকদার প্রমুখ ।