বিস্তারিত ,ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছফলাকান্দি শাহ রাহাত আলী মাজার মাঠ পাঙ্গনে আজ বৃহস্পতিবার বিকালে জনসভায় প্রধান অতিথি
গনসংতিত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বক্তব্য বলেন,যারা ক্ষমতা ধরে রাখতে চায়, তাদের পরিণত হবে শেখ হাসিনার মতো।
তিনি আরো বলেন, আমাদের প্রবাসী শ্রমিকরা কত হয়রানি করে, অনেক কষ্টে আছে। তারা মারা গেলে লাশ টা পর্যন্ত আনা যায় না। কৃষক শ্রমিক ছাত্র জনতা এ দেশটাকে স্বাধীন করেছে। সবাইকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে এ সরকার রক্তের উপরে দিয়ে ক্ষমতায় এসেছে।আমরা এ সরকারকে মূল্যায়ন করবো।
বীর মুক্তিযোদ্ধা শাজাহান মাতু ডাক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি,বিশেষ অতীত হিসেবে উপস্থিত ছিলেন সংহতি আন্দোলনের কেন্দ্র কমিটির সদস্যমণ্ডলী বাচ্চু ভূঁইয়া, সাধারণ সম্পাদক সৈকত আরিফ,বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলী সহ কৃষক শ্রমিক ছাত্র জনতা এ সময় উপস্থিত ছিলেন।
প্রমুখ।##########বাঞ্ছারামপুর থেকে রিপন মিয়া০১৭১৪২১৯৮৭৫সংযুক্ত ছবি দেওয়া আছে ৯/১/২০২৫ইং