বিশেষ প্রতিনিধি
সূত্রঃ লক্ষ্মীপুর সদর থানার মামলা নং-১৩, তারিখ-১০/০১/২০২৫ খ্রিঃ ধারা-The Arms Act 1878 এর 19A
লক্ষ্মীপুর জেলায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং তালিকাভূক্ত আসামী গ্রেফতারের উদ্দেশ্যে লক্ষ্মীপুর জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর এর অফিসার ইনচার্জ জনাব সাহাদাত হোসেন টিটো এর নেতৃত্বে পরিচালিত লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার সাধারণ ডায়রী নং-৮৩, তারিখ- ০৯/০১/২০২৫ইং মূলে লক্ষ্মীপুর সদর থানা এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালীন ০৯/০১/২০২৫ইং তারিখ ২০:৩০ ঘটিকার সময় লক্ষ্মীপুর সদর থানাধীন দালাল বাজার এলাকায় অবস্থানকালীন তিনি গোপন সংবাদ পান যে, লক্ষ্মীপুর সদর থানাধীন ২নং দক্ষিন হামছাদী ইউপির ০৩নং ওয়ার্ডস্থ পূর্ব নন্দনপুর সাকিনে জনৈক নুরুর ইসলাম হেড মাস্টার বাড়ী প্রকাশ আজিম উদ্দিন পাটওয়ারী বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়- বিক্রয় করছে। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৯/০১/২০২৫ইং তারিখ ২১:০৫ ঘটিকায় লক্ষ্মীপুর সদর থানাধীন ২নং দক্ষিন হামছাদী ইউপির ০৩নং ওয়ার্ডস্থ পূর্ব নন্দনপুর সাকিনে জনৈক নুরুর ইসলাম হেড মাস্টার বাড়ী প্রকাশ আজিম উদ্দিন পাটওয়ারী বাড়ীতে গেলে মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল হোসেন (৩০) ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তার ঘরের সামনে একজন মহিলা দাঁড়িয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করলে মহিলা নিজেকে মোঃ জুয়েল হোসেন (৩০) এর স্ত্রী বলে জানায়। ঘরে মাদক আছে কিনা জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন। উপস্থিত সাক্ষীদের নিয়ে অনুসন্ধানকালে তার বসত ঘরের শয়ন কক্ষের বিছানায় তোষকের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১। একটি বিদেশি সচল অটো পিস্তল, যার কোনাকুনি দৈর্ঘ্য অনুমান ৯ ইঞ্চি ও ২। একটি অটো পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামীকে অস্ত্রের উৎস জিজ্ঞেস করলে তিনি কোন বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারে নাই। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সাজু আক্তার (২৮) এর স্বামী পলাতক আসামী মোঃ জুয়েল হোসেন (৩০) এই অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভয়ভীতি তৈরি করত; এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করতো। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।