সুপণ বিশ্বাস(বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম)
রাউজান থানার ওসি এ.কে.এম শফিকুল আলম চৌধুরী বলেন-সাংবাদিকতা একটি গর্বিত পেশা। সমাজ,জাতি,রাষ্ট্র তথা বিশ্বের প্রতিটি ভাল মন্দ বিষয়কে সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে তুলে ধরে জাতিকে করেন সমৃদ্ধ।
সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক তথ্য তুলে ধরে তারা সমাজকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমরা বিশ্বাসী সাংবাদিকদের অকৃত্রিম সহযোগিতায় অপরাধ দমন আরও কার্যকর হবে। আজ ১২ জানুয়ারি রবিবার সকালে রাউজান প্রেস ক্লাবের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি সাংবাদিক জাহেদুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোজাফ্ফর হোসাইন সিকদারের সঞ্চালনায় উপস্থিতি ছিলেন রাউজান থানার ওসি তদন্ত নিজাম উদ্দিন দেওয়ান, আজীবন সদস্য ও সাবেক সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সাংবাদিক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইরফাত হোসেন চৌধুরী,শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক সুপণ বিশ্বাস সহ আরো অনেকেই।