মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
তানোর উপজেলার গোল্লা পাড়া মাঠে একটি বিশাল প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক চান্দুরিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন,মুনডমালা পৌরসভার সভাপতি ফিরোজ কবীর, সরনজাই ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আকবর আলি তাছাড়া জামায়াতের ইসলামীর তানোর উপজেলার আমির বিভিন্ন ইউনিয়নে থেকে আগত আলু চাষিরা। বর্ননা মতে জানাযায় এক মাস আগে কোল্ডস্টোরেজ মালিকরা কৃষকদের না জানিয়ে রাতারাতি কোল্ডস্টোরেজ ভাড়া বৃদ্ধি করে। আগে যেখানে কৃষকদের কেজি প্রতি আলুর ভাড়া ছিল ৪ টাকা সেখানে এখন কৃষক কে গুনতে হবে কেজিতে ৮টাকা।যাহা পায় দিগুন পরিমাণ। এতে তানোর সহ পার্শ্ববর্তী উপজেলা মোহনপুর, তানোর, নিয়ামতপুর উপজেলার কৃষকরা আজ এক প্রতিবাদ সভা আয়োজন করে। তাদের দাবি কৃষকদের অসহায়সতায় কোল্ডস্টোরেজ মালিকরা এমনটা করতে পারে না।
কৃষকদের সঙ্গে মতবিনিময় করে একটা নির্ধারিত করা উচিত। বক্তব্য প্রধান অতিথি সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন এই তানোর এ পায় তানোর উপজেলার সহ মোহনপুর উপজেলা নিয়ামতপুর উপজেলার অসংখ্য কৃষক তাদের দাবি যেন কোল্ডস্টোরেজ মালিকরা মেনে নিয়ে একটি সমাধান এর পথ হাসতে হবে।