শরিফুল ইসলাম,সাতক্ষীরা সদর প্রতিনিধি :
সাতক্ষীরা সদর উপজেলা উলামাদের সাথে জামায়াতের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৩ টায় সদর জামায়াত অফিস কার্যালয়ে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
শিক্ষা বৈঠকে উপজেলা সহকারী সেক্রেটারি ও উলামা উপজেলা সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে ও ড.রুজুল আমীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও উলামা জেলা সভাপতি
মাওলানা ওসমান গনি,উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসাইন,উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান,কর্মপরিষদ সদস্য মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ মোশলোম আলী, মাওলানা রমজান আলী প্রমুখ।