ফেনীর সোনাগাজী পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন শনিবার বিকালে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পৌর জামায়াতের আমীর মাওলানা কালিমুল্যাহ’র সভাপতিত্বে ও মাওলানা আবু আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চল টিম সদস্য মোঃ আলা উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের জেলা আমীর মূফতি আব্দুল হান্নান, জেলা শূরা সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মোঃ মোস্তফা, সেক্রেটারি এসএম বদরুদ্দোজা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, পৌর সেক্রেটারী মোহসীন ভূইয়া, পৌর ওয়ার্ড সভাপতি-সম্পাদক ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।