আজকে রাজশাহীর পুঠিয়া বেলপুকুর এলাকায় চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে ভাবে বন্ধ হয়ে যায়।আজ সকালে তিতুমীর আন্ত নগরীর যোগাযোগ ট্রেন টি রাজশাহী উদ্দেশ্য যাচ্ছিল। পথিমধ্যে বেলপুকুর পুঠিয়া থানা য় কাছে পৌঁছে টেনটি লাইনচ্যুত হয়ে গেলে তা বন্ধ হয়ে যায় চলাচল। তবে কোন রকম বড় রকম দূর্ঘটনায় হয়নি।বগিগুলোর মেরামতের কাজ চলছে।