আশুলিয়ার জিরানী বাজার এলাকায় বেক্সিমকো গার্মেন্টসের ব্যাংক সুভিধাসহ এলসি খুলে দেওয়ার জন্য সাভারের নবীনগর হতে জিরানী বাজার পর্যন্ত মানববন্ধন করেন। এ সময় বেক্সিমকো গার্মেন্টসের
নুরুল ইসলাম সাহেব বলেন আমাদের গার্মেন্টস বর্তমানে লে-অফ আছে এই লে-অফ অবস্থায় ৫০ শতাংশ বেতন দিচ্ছে এই ৫০ শতাংশ বেতন দিয়ে আমাদের জিবন যাপন করতে খুব কষ্ট হচ্ছে যার কারনে আমাদের ছেলে-মেয়েদের স্কুলের বেতন, বাসা ভাড়া সহ সকল কিছু বকেয়া চলতেছে।
আমরা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আবেদন জানাই আমাদের বেক্সিমকোর লে আউট সহ এলসি খোলে দিয়ে আমাদের ফ্যাক্টরি চলমান রাখার জন্য। ফাক্টরী খুলে দিলে আমরা ওভার টাইম সহ সম্পূর্ণ বেতন পাবো এতে আমাদের পরিবার পরিজন নিয়ে জিবন যাপন করতে পারবো।