রিপন মিয়া সরকার
আজ অনেকদিন হয়ে গেল এখনো মূল আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়নি। আমি আমার ছেলের হত্যাকারীর ফাঁসি চাই এ বলে কান্নায় ভেঙ্গে পড়লেন সিথিলের মা। শিথিল বাঞ্ছারামপুরের এস এম পাইলট উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। আজকে জুনায়েদ সরকার ফাহাদ ওরফে সিথিল(১৫) হত্যায় মানববন্ধন করেন সিথিলের স্কুলের শিক্ষার্থীরা এবং এলাকাবাসী। এলাকাবাসী জানায় শিথিল হত্যায় মূল আসামিকে দ্রুত গ্রেফতারের আওতায় এনে সঠিক বিচার করা হোক, ফাঁসিতে ঝুলানো হোক।
এ বিষয়ে বাঞ্ছারামপুরের মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোরশেদ আলম চৌধুরী বলেন, কালকেও নাসিমা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা অতি দ্রুত মূল আসামি মহিউদ্দিনকে গ্রেফতার করবো। এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার হবে ।