মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী জেলার পবা উপজেলার বিএনপির যুবদল নেতার বাবা নিহত হয়েছে। ঘটনার বর্ননা মতে পবা উপজেলার ভুগর ইল গ্রাম এই মর্মান্তিক ঘটনা ঘটে। এলাকায় বাসির বর্ননা মতে সুদের টাকা নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। মঙ্গলবার বার রাত ১ ঘটিকায় কে বারা করা এলো পাথারি গুলা গুলি হলে মন্টু বাবা আলাউদ্দীন আলী শয়নকক্ষের দরজা ভেঙে আলাউদ্দিন আলীর কোমরে একটা বুলেট আলাউদ্দিন আলীর কোমরে বিদ্ধ করে। ফলে সেই রাতে আলাউদ্দিন কে রাজশাহী মেডিকেল কলেজ ভর্তি করানো হয়।আজ বিকালে ৩ ঘটিকায় তার অপারেশন হলে। পরবর্তীতে আলাউদ্দিন রাজশাহী মেডিকেলে মারা যায়।পরে পবা উপজেলার একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ জানায় কেবা বা কারা আলাউদ্দিন কে গুলি করে সেটা তদন্ত প্রতিবেদন করে আসল আসামি গ্রেফতার করা হবে।