নেত্রকোনায় আটপাড়া উপজেলা দুওজ ইউনিয়ন পরিষদের এর সামনে মেইন রোডের পাশে একটি গ্যারেজ থেকে একটি ব্যাটারি চালিত অটো চুরির ঘটনা ঘটেছে।
গত ১৫ জানুয়ারি রোজ রবিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে। অটো রিকশা চালক রকি উপজেলা দুওজ ইউনিয়নের মহেশ্বরখিলা গ্রামের খসরু মিয়া ছেলে।এ বিষয়ে অটোচালক রকি তিনি বলেন, বুধবার দিনভর অটো চালিয়ে রাত প্রায় আটটার দিকে
গাড়ি চার্জে দিয়ে আমি গ্যারেজ থেকে বের হয়ে যাই। আমাদের এদিকে অটো চুরির ঘটনা প্রায়ই ঘটে বিদায় আমি আবাব রাত বারোটার দিকে গ্যারেজে আসি আমার গাড়িটা দেখার জন্য । তখন পর্যন্ত সবকিছু ঠিক ছিল। আমার বাবা একজন চা ব্যবসায়ী। প্রতিদিনের মত সকালে যখন ব্যাবসার উদ্যোশে দোকানে কাছে পৌঁছায়, তখন নজর পড়ে গাড়ি রাখার গ্যারেজে ঘরের উপর।দেখে গাড়ি রাখার গ্যারেজের দরজার তালা লাগানোর কয়রা ভাঙ্গা। তখন গ্যারেজের ভিতরে গিয়ে দেখা যায় ব্যাটারি চালিত অটো রিকশাটি চুরি হয়ে গেছে। সাথে সাথে আমাকে ফোন করে এই বিষয়টা বলেন। এই অটোর সাথে আরো একটা অটো চার্জে দেওয়া ছিল, সেটা নেইনি।
অটোচালকের বাবা খসরু মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমি একজন গরিব চা দোকানদার। আমার দোকানের আয়ে সংসার চালাতে অনেক কষ্ট হতো। তাই আমি বিভিন্নজনের কাছ থেকে ঋণ করে আমার ছেলেকে একটি ব্যাটারি চালিত অটো রিকশা কিনে দিই। স্থানীয়ভাবে কোন কর্ম না থাকায় কোন উপায় না পেয়ে অটো চালিয়ে দোকানের আয় দিয়ে আমার সংসার পরিচালনা করছি। এখন আমার এই অটো রিকশাটি চুরি হয়াতে আমি নিঃস্ব হয়ে গেলাম। তিনি আরো বলেন আমি এখন কি করে গাড়ি কিনার ঋণ পরিশোধ করব, কি করে আমি সংসার চালাবো। আমার শেষ হয়ে যায় নিয়তির শেষ পুঁজিটুক। উপজেলা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন আমার অটো চুরির সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক।
এখানকার স্থানীয় অটোরিকশা চালকরা জানান, অনেক পরিবারের উর্পাজনের একমাত্র মাধ্যম অটো রিকশা। তাও আবার হয় চুরি প্রায় সময় অটো চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। এতে উপজেলা জুড়ে অটো চালকদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে আতংক। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি নিয়তই ঘটছে চুরির ঘটনা।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ এর ফোনে দুই বার ফোন দিলে ফোন রিসিভ না করায় উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।