বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা কমান্ড্যান্ট মো: আবু সোলায়মান, বিভিএমএস সাথে হাটহাজারী উপজেলার ভাতাভূক্ত (দলনেতা- দলনেত্রী ও আনসার কমান্ডার) সদস্য – সদস্যাদের মতবিনিময় সভা ও বিদায়ী সংবর্ধনা গত ১৬/০১/২৪খ্রী: তারিখে দুপুর ১২.০০ ঘটিকায় কনফারেন্স রুম, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, হাটহাজারীতে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন তাপস দত্ত, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, হাটহাজারী, চট্টগ্রাম। মত বিনিময় সভায় জেলা কমান্ড্যান্ট, চট্টগ্রাম মহোদয় সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। দেশের ক্রান্তিলগ্নে সদস্য- সদস্যাদের অবদানের জন্য সকলকে ধন্যবাদ জনান । ভবিষ্যতেও উপস্থিত সদস্যদের এ ধরনের সরকারি দায়িত্ব আন্তরিকতার সহিত পালনের জন্য আহ্বান জানান৷
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা কমান্ড্যান্ট, চট্টগ্রাম মহোদয় সদ্য ৫৯ বছরে বেশি বয়স্ক দলনেতা নুরুল আলম,৬নং ছিপাতলী ইউনিয়ন ও দলনেত্রী নুর বানু, ইউনিয়ন দলনেত্রী, ৩নং মির্জাপুর ইউনিয়ন কে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করেন।