1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

মাইজভাণ্ডার দরবার শরিফে তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দঃ) মাহফিল ২০২৫ সম্পন্ন,

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

প্রিয় নবী (সা:) র মুল কাজ কেবল ধন বন্টন ছিলো তা ভাবলে ভুল হবে, উনার মুল কাজ ছিলো আল্লাহ রাব্বুল আলামিন এর ইলম,হিকমত বন্টন করা, রহমত বন্টন করা, রুহানিয়ত বন্টন করা। আউলিয়ায়ে কেরাম গণও তাই করেছেন। যেমন,হযরত কেবলা আলম,বাবাজান কেবলা আলম, শাহানশাহ বাবাজান সারাটা জীবন দিয়ে আমাদের একটাই দর্শন প্র্যাকটিস করিয়েছেন, একটাই দর্শন ডেমনস্ট্রেট করিয়েছেন,একটিই রুহানী শিক্ষা দিয়েছেন,উৎসাহ উদ্দীপনা দান করেছেন, শিশুকে শিশুর মতো করে,মায়েদের মায়ের মতো করে, বাবাদের বাবার মতো করে,মুরব্বিদের মুরব্বির মতো করে শিক্ষা দিয়েছেন। রুহানিয়ত শিক্ষা দিয়েছেন এবং মেহেরবানী করেছেন। দুনিয়াবি কোন সাহায্য সহযোগিতা দিয়ে কোন নিঃসন্তান সন্তান পেতে পারেন নাই,খোদায়ী এই রহমত তারা(আউলিয়ায়ে কেরাম গণ) বিতরণ করেছেন। তারা দোয়া করেছেন, সেই দোয়া উধ্বজগতে কবুল হয়েছে, নিঃসন্তান সন্তানের অধিকারী হয়ে গেছে। এটি আউলিয়ায়ে কেরামের মূল অবদান। সেই বিষয়ে আমাদের দৃষ্টি দেয়া দরকার। হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী আমাদের সমাজের যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে বলেছেন, ফোকাস করতে বলেছেন, উনি আমাদের কোন রঙে রাঙাতে চেয়েছেন সেটি বুঝার চেষ্টা করাই আমাদের প্রধান কাজ।সেটা আমরা নিজেরা বুঝার চেষ্টা করতে হবে এবং অপরকেও সেটি বুঝানোর চেষ্টা করতে হবে। কারণ আউলিয়ায়ে কেরামগণ এর দর্শন এর বড় বৈশিষ্ট্য হলো, তাঁরা চান হুববিয়ত এর স্বভাব ,হুববিয়ত এর বৈশিষ্ট্য আমরা আমাদের ভিতরে লালন করি,আদব-এহতেরাম এর বৈশিষ্ট্য আমাদের ভিতরে লালন করি,আমরা হুসনে আখলাক অর্জন করি। কারণ এগুলো অর্জন ছাড়া কেউ ইবাদত করলে তখন বিপদের সম্মুখীন হয়ে যাবে।বেলায়তে মোতলাকা হল একটি ট্রান্সফরমেশন গাইড বুক উল্লেখ করে এটি অনুধাবন করার জন্য আমাদের দার্শনিক মন নিয়ে চিন্তা করতে হবে এবং তাহলেই আমরা ভুল বোঝাবুঝির নিরসন ঘটিয়ে নিজের জীবন ও সমাজের ইতিবাচক পরিবর্তন করতে পারব বলে ষষ্ঠ “তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দঃ) মাহফিল-২০২৫” এ সভাপতির বক্তব্যে মাইজভাণ্ডার শরিফ দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিল’র সাজ্জাদানশীন ও ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.জি.আ.) অভিমত ব্যক্ত করেন।বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা “ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া”র প্রবর্তক খাতেমুল আউলিয়া গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র ১১৯তম ‘মহান ১০ মাঘ উরস শরিফ’ উপলক্ষে মাইজভাণ্ডার শরীফ ‘দরবার-ই গাউসুল আযম মাইজভাণ্ডারী’র

গাউসিয়া হক মঞ্জিল-এর ব্যবস্থাপনায় ‘মাইজভাণ্ডার শরিফ শাহী ময়দান’-এ ষষ্ঠ “তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দঃ) মাহফিল-২০২৫” গত ১৬ জানুয়ারি রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জনাব মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায়

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম। ‘মহান ১০ মাঘ উরস শরিফ’ উপলক্ষে SZHM ট্রাস্টের গৃহীত দশদিন ব্যাপী কর্মসূচি উপস্থাপন করেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন বোয়ালখালী চরণদ্বীপ দরবারের নায়েবে মোন্তাজেম শাহাজাদা মাওলানা শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, বোয়ালখালী গোমদণ্ডী দরবারের নায়েবে শাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাইজভাণ্ডার শাহী জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী ও খতিব মাওলানা মুহাম্মদ বশিরুল আলম মাইজভাণ্ডারী। মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পরিষদের সভাপতি জনাব রেজাউল আলী চৌধুরী জসিম, সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল সহ অন্যান্য সদস্যগণ। এছাড়াও উপস্থিত ছিলেন ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান উপজেলার বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলাদ-কিয়াম ও তাওয়াল্লোদে গাউসিয়া পরিচালনা করেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট