সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি: মোঃজাকিরুল চৌধুরী
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলা আদমজী ইপিজেড এর সামনে বয়ে গেছে একটি খাল এই খালটি শীতলক্ষ্যা নদীর সাথে মিলিত হয়েছে। এই খালে বছরে প্রায় অনেক মাছ পাওয়া যায়। ছোট মাছ থেকে সব ধরনের মাছেই পাওয়া যায়। এই খালে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা ফেলা হয়। যে কারণে আমরা একদিকে বায়ু দূষণ করছি,
অন্য দিকে আমরা এই পানি দূষণ করছি, যে কারণে আমরা প্রতিনিয়ত কোনো রোগে না কোনো রোগে ভোগছি। একদিকে পানি দূষণ যেমন হচ্ছে আর অন্য দিকে বায়ু দূষণও তেমন হচ্ছে। এতে আমরা দূষণের মধ্য দিয়ে বড় হচ্ছি। যে কারণে আমাদের বিভিন্ন রোগে ভোগতে হয় প্রতিনিয়তেই।
এই নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশ হয়েছে এতে করে কেউ সচেতন হচ্ছে না। এই খালটিতে অনেক ময়লা আবর্জনা ফেলা হয়। যেমন আছে কচুরিপানা ঠিক তেমন আছে ময়লা আবর্জনা। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি কেউ নিজের ইচ্ছে আমরা আমাদের পরিবেশ দূষণ করবো না। নিজের সর্বনাশ নিজে ডেকে আনবো না। পরিবেশ দূষণ মুক্ত রাখতে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো।