সাখাওয়াত হোসেন সুজন পীরগাছা (রংপুর)
পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা হাটে বৈষম্য বিরোধী ছাত্ররা ও নাগরিক কমিটি জুলাইয়ের ঘোষণাপত্র জারির দাবিতে হ্যান্ড বিল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে এই অভূতপূর্ব অভ্যুত্থান টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি একটি প্রোক্লেমেশন তথা ঘোষণাপত্র জারির দাবিতে শনিবার (১৮ জানুয়ারি) বাদ মাগরিব পাওটানা হাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পীরগাছা সমন্বয়ক ফারদিন এহসান মাহিম, ছাওলা ইউনিয়নের রিমন মিয়া, শাকিল আহমেদ, ফুয়াদ শাহরিয়ার, সাজ্জাদ হোসেন , হারুনুর রশিদ , নাগরিক আন্দোলনের একরামুল হক, আনোয়ারুল ইসলাম, সাখাওয়াত হোসেন সুজন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দোকান ঘুরে ঘুরে হ্যান্ডবিল বিতরণ করেন।