ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
গতকাল শনিবার ১৮জানুয়ারি ২০২৫ইং সকাল ১০টায় মাইজভাণ্ডার শরিফ জেয়ারতে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি মাইজভান্ডার আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক
আওলাদে রাসুল (দ.) গাউসুলআযম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.), গাউসুল আযম বিলবিরাসত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.), কুতুবুল ইরশাদ হযরত শাহসুফি সৈয়দ আমিনুল ওয়াসেল মাইজভান্ডারী (ক.) হযরত শাহ সুফি সৈয়দ আবুল বশর মাইজভাণ্ডারী (ক.), বিশ্বঅলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.), হযরত শাহসুফি সৈয়দ মইনউদ্দিন আহমদ মাইজভাণ্ডারী (ক.) এর মাজার শরীফ জিয়ারত করে দেশ ও বিশ্ববাসীর কল্যাণে দোয়া কামনা করে মোনাজাত করেন। এই সময় উপস্থিত ছিলেন হযরত শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.), হযরত শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.), হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ম.), গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (ম.), হযরত শাহসুফি সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ মাইজভাণ্ডারী (ম.), হযরত শাহসুফি সৈয়দ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারী (ম.)। বিচারপতি মাইজভাণ্ডার শরিফের সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে প্রশংসা করেন এবং বলেন ,”ইসলাম শান্তি ও সম্প্রীতির বার্তাবাহক। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যে মানবিক আদর্শ রেখে গেছেন, আউলিয়ায়ে কেরাম তারই প্রচার করেছেন। এ দেশের মাটি ও মানুষকে সাম্যের ও মানবপ্রেমের শিক্ষা দিতে, মাইজভাণ্ডার শরিফের অলি আল্লাহ্গণ অগ্রণী ভূমিকা রেখেছেন।” এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঁইয়া, প্রধান বিচারপতির একান্ত সচিব মোঃ শরিফুল আলম ভূঁঞা, স্পেশাল অফিসার মোঃ মোয়াজ্জেম হোছাইন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী, ফটিকছড়ি কোর্টের এলজিপি এডভোকেট মুহাম্মদ নসরত আলম বাবরসহ এসময় মাইজভাণ্ডার শরিফের আওলাদগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।