মোঃ আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
মৌলভীবাজারে আর্তমানবেতায় নিয়োজিত মোহন ফাউন্ডেশনের উদ্যোগ অসহায় নিম্নবিত্ত শীতার্তদের মাঝে শীতবস্ত্র এবং আনন্দ পাঠশালার শিক্ষার্থীবৃন্দ ও পথশিশুদের মাঝে খেলনাসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) দুপরে মৌলভীবাজার জেলা শহরের ঐতিহ্যবাহী কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ কক্ষে মোহন ফাউন্ডেশনের চেয়ারম্যান জাতীয় পর্যায়ের যাদুশিল্পী ম্যাজিক মোহন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা নাট্যকার প্রধান অতিথি খালেদ চৌধুরী।
আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা আব্দুস সালাম তালুকদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা নাট্যকার রুহেল চৌধুরী, উপদেষ্টা শামিম তরফদার, উপদেষ্টা ইসলাম আহমেদ।
আনন্দঘন অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন আনন্দ পাঠশালার সাবেক প্রিন্সিপাল মেহবুবা আক্তার তমা, ইভেন্ট ম্যানেজার নিশান আহমেদ, সাবেক ভাইস প্রিন্সিপাল হ্যাপি আক্তার মিষ্টি, ভাইস প্রিন্সিপাল জীবন আহমেদ, কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ শাখার স্বেচ্ছাসেবক টিম লীডার জায়েদ আহমেদ, স্বেচ্ছাসেবক মুনতাসিম আহমেদ প্রমুখ।
https://youtu.be/aPhz2nfUUSk?si=oSvy0Bfxk0G3q6Gc
অনুষ্ঠানের অতিথিবৃন্দ, খেলনাসামগ্রী ও শীতবস্ত্র গ্রহণকারী পথশিশু ও বস্ত্রহীনরা আর্তমানবেতায় নিয়োজিত মোহন ফাউন্ডেশনের উদ্যোগকে শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত জানিয়ে আগামীতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহবান জানান।