1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ,,হাতে তৈরি মাসিক স্বাস্থ্য সামগ্রী তৈরীর কর্মশালা, অনুষ্ঠিত আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যের মৃত্যু ময়মনসিংহের একটি প্রতিষ্ঠানে প্রবেশপত্র পাইনি এস এসসি পরীক্ষার্থী ছাত্রীরা নরসিংদীর রায়পুরায় দুই বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে হারুয়ালছড়িতে আগুনে পুড়ে নিঃস্ব দুই পরিবার, তিনজন নার্সের বিরুদ্ধে তিন দপ্তরে নবজাতকের হাত ভাঙ্গার অভিযোগ ফকিরহাটের কাটাখালীতে বাস চালকের উপর হামলা: ৪ ঘন্টা সড়ক অবরোধ ময়মনসিংহ টু ঢাকা গামী মহাসড়কের উপর, চেকপোস্ট থেকে চোরা চালানি মাদকদ্রব্য সহ আটক ৩ ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন বজায় রেখে মৈত্রী শুভেচ্ছা বিনিময় হোক জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আসামী আটক

সিজি জুনিয়র মুরাদপুরকে হারিয়ে ফাইনালে সোনারপাড়া এফসি

মো:রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) 
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে ৮/১০ হাজার দর্শকের পদচারণায় রবিবার সেমিফাইনালের শেষ ম্যাচে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে সোনারপাড়া এফসি। ঘরের মাঠে ৪-২ গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে হারল সিজি জুনিয়র মুরাদপুর।সোনারপাড়া এফসি একাদশের কাছে এসে জয়রথ থামল সিজি জুনিয়র মুরাদপুর।

সোনারপাড়া এফসি একাদশের নাইজেরিয়ান ফুটবলের কাছেই যেন সর্বনাশ হলো সিজি জুনিয়র মুরাদপুর একাদশের।কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে রবিবার শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্ট শেষ সেমিফাইনালের ম্যাচে দুই দলের লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে সোনারপাড়া এফসি একাদশ।

ঘরের মাঠে ৪-২ গোলের শ্বাসরুদ্ধকর ম্যাচে হারল সিজি জুনিয়র মুরাদপুর।এ ম্যাচের মধ্য দিয়ে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টে হারের স্বাদ পেয়ে টুনামেন্ট থেকে বিদায় নিল সিজি জুনিয়র মুরাদপুর।

ম্যাচের শুরুতে অবশ্য লিড নেয় সোনারপাড়া এফসি। ১০ মিনিটের মাথায় গোল করে এগিয় যায় সোনারপাড়া এফসি।এবার সোনারপাড়া এফসি লিড নেয় আরেক গোল দিয়ে। ম্যাচের ৩৮ মিনিটের মাথায় আরেকটি গোল করেন বাংলাদেশী খেলোয়াড।খেলার প্রথম আধ্য খেলা ২-০ তে শেষ হয়।

বিরতির পর ম্যাচটা রূপ নেয় আরেক রোমাঞ্চে।সোনারপাড়া এফসি একাদশের নাইজেরিয়ান খেলোয়াড় লাল কার্ড খেয়ে মাঠ ত্যাগ করে।

ম্যাচের ৫৫ মিনিটে এবার সিজি জুনিয়র মুরাদপুর এক গোল দিয়ে ব্যবধান করে ২-১ ।খেলার ৬০ মিনিটে নাইজেরিয়ান খেলোয়াড় ”আব্দুল্লাহ বিমির” গোলে খেলা সমতায় নিয়ে আসে সিজি জুনিয়র মুরাদপুর একাদশ।

দুই গোলে পিছিয়ে থাকা সিজি জুনিয়র মুরাদপুর ওঠে-পড়ে সমতায়। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল শূণ্যতে নিধারিত খেলা শেষ হয়।পরবর্তীতে খেলা ট্রাইবেকারে গড়ায় ম্যাচ।ট্রাইবেকারে ৪-২ গোলে জয় পাই সোনারপাড়া এফসি।

তবে শেষ পর্যন্ত ট্রাইবেকারে শেষ রক্তা হলো না সিজি জুনিয়র মুরাদপুর একাদশের। জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে সোনার পাড়া এফসি।

শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্ট-২০২৪ ফাইনাল খেলায় মুখোমুখি হবে খেলার দুই পর শক্তিশালী দল কাজীপাড়া সুপার স্টার একাদশ বনাম সোনারপাড়া এফসি একাদশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট