মোঃ মুনজুর আলম
রামু,ঈদগাহ, কক্সবাজার সদর সাবেক সাংসদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত মৎস্যজীবি বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান কাজলকে জড়িয়ে মিথ্যা ভূয়া সংবাদ করে মানহানি করার প্রতিবাদে গনহত্যাকারী পুলিশের সাবেক আইজিপি আওয়ামিলীগের দোসর বেনজির আহমেদের ক্যাশিয়ার ভুমিদস্যু,স্বঘোষিত মাফিয়া,মুখোশধারী ভন্ড,প্রতারক,হোটেল রামাদার মালিক জসীম উদ্দিনকে দ্রুত আইনের আওতায় আনার জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
https://youtu.be/ny7e0CY84vs?si=0GcaNq2wzeBIhVja
উক্ত প্রতিবাদ মিছিল শেষে প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়! পরে জসিম উদ্দিন আহমেদ ও অনিবন্ধিত ভুঁইফোড় অনলাইন নিউজ পোর্টাল "চট্টগ্রাম প্রতিদিন" বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বরাবর কক্সবাজার জেলা প্রসাশক জনাব মোহাম্মদ সালাহ উদ্দিন মহোদয় এর নিকট স্মারকলিপি হস্তান্তর।