স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার আলোচনা সভা এবং কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে, উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাটিয়াব্রীজ, মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
রমিজ উদ্দিন খন্দকার রাতুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাইড় ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোঃ সাহেব আলী মৃধা, সাপ্তাহিক মধুমতী কন্ঠের সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভি প্রতিনিধি তারিকুল ইসলামসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে, প্রতিষ্ঠানের ১০৯ জন প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।