সুপণ বিশ্বাস(বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রামের রাউজানে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামগ্রিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে গত ১৬ জানুয়ারি ৫০ জন উদ্যোমী খামারিদের মাঝে ৫০ কেজি করে হাঁসের খাদ্য বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) অং ছিং মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জয়িতা বসু। খাদ্য বিতরণ কালে ইউএনও অত্যন্ত গুরুত্বের সাথে উপস্থিত খামারিদেরকে হাঁস পালন ও অন্যান্য পশুপালনের মাধ্যমে তাদের সামগ্রিক জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতার কথা তুলে ধরেন। এবং সকলকে এই কাজে আন্তরিক অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন।