বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা মোংলা মহাসড়কের, ফয়লাহাট বাস স্ট্যান্ডে, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি (মঙ্গলবার) বিকাল ৫ ঘটিকার সময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম এর সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতা কর্মী উপস্থিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলতাব হোসেন (বাবু),ফকির সাহাদাত হোসেন, মাহাতাব মোড়ল, জাহিদুর রহমান বাবলা, উপজেলা যুবদলের আহব্বায়ক মল্লিক জিয়াউল হক (জিয়া), উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কোবির (বাচ্চু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী ওজিয়ার রহমান, যুবনেতা গাজী শাহজালাল, মৎস্য দলের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আব্বাস হোসেন, ছাত্র নেতা তরিকুল ইসলাম শোভন,আবদুল কুদ্দুস, কামাল প্রমুখ, সহ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করার জন্য ত্যাগী নেতাকর্মীদের তালিকা ভুক্ত না করে, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নামে তালিকা ভুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তরা,
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এই তালিকা বাদ দিয়ে, ওয়ার্ডে গিয়ে বিএনপির সকল কর্মী সমর্থক উপস্থিত হয়ে সরাসরি আলোচনা মাধ্যমে যাচাই বাচাই করে তালিকা তৈরি করে তারপর কাউন্সিল করার দাবি জানান।
প্রতিবাদ সভায় উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এ কথা বলেন। কমিটিতে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের পদ পদবি না দিলে, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে তীব্র আন্দোলন গড়ে তোলার কথা বলে হুশিয়ারি করেন এবং একই সাথে ওয়ার্ড পর্যায়ে কমিটির নির্বাচন বর্জনের ঘোষণাও দেন।২২/০১/২০২৫ আরিফ হাসান গজনবী ০১৬২৩৩৫৫৮৩৮