1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো বাগেরহাটে ইমামসহ ৮জনকে মারধরকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন খুলনা-মোংলা মহাসড়কে মটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত-২ বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু , ঘাতককে পিটিয়ে হত্যা করলো জনতা মৌলভীবাজার কমলগঞ্জ শমসেরনগর কম্পিউটার দক্ষতায় পারদর্শী নাজমুল ইসলাম রিমন সাতক্ষীরা সদরে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান মানিকগঞ্জে কার্টুনবন্দি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান।৩ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা।

স্টাফ রিপোর্টার: রিপন মিয়া সরকার, 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রিপন মিয়া সরকার, 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বাজার এলাকায় একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে দেড় লক্ষ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি অনুমোদনবিহীন, অস্বাস্থ্যকর ও ভেজাল দ্রব্য দিয়ে খাদ্য পণ্য তৈরির কারণে একটি বেকারীকে আরো দেড় লক্ষ টাকা এবং বিএসটিআই কর্তৃপক্ষ ভোক্তা অধিকার আইন ২০১৮ অনুযায়ী আরো ১৫ হাজার টাকা অর্থদন্ড করেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) সকাল থেকে দুপুর পর্যন্ত উজানচর এলাকায় জনৈক খোকন মিয়ার ভেজাল গুড় কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।সাথে ছিলো ভোক্তা অধিকারের কুমিল্লা অঞ্চলের প্রতিনিধি আমিনুল ইসলাম সহ স্থানীয় থানার বিপুল সংখ্যক পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গুড়ের কারখানার মালিক উজানচর এলাকার খোকন মিয়া প্রায় ৪-৫ বছর ধরে ভেজাল গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত। ওই কারখানায় ফিটকিরি, কাপড়ের রং,হাইড্রোজ, কোরিয়ান এক ধরনের আঠা, ঘন চিনিসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে আখের গুড় তৈরি করা হতো। যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ সময় অনুমোদনহীন ভেজাল গুড় উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের দায়ে কারখানার মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে,শফিকুল ইসলাম নামে সাইনবোর্ড বিহীন একটি বেকারির মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়।

এছাড়াও বিমল চন্দ্র ও বিপ্লব নামে দুটি নিমকির কারখানায় পুরনো পুড়া তেল ও ভেজাল দ্রব্য দিয়ে খাদপণ্য তৈরির কারনে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে এসি ল্যান্ড নজরুল ইসলাম জানান, সংবাদ মাধ্যম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে ভেজালের সত্যতা পাওয়া যায়। এসময় উক্ত কারখানাগুলো উপযুক্ত পরিবেশ নিশ্চিত ও যথাযথ লাইসেন্স না নেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট