মােঃ সাহের আলী কুড়িগ্রাম রৌমারী প্রতিনিধি
কর্মী সম্মেলন ২০২৫ ইং উপলক্ষে রৌমারী উপজেলা শাখার মানুষের ঢল।
আগামী কাল ২৪শে জানুয়ারী রোজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এর কর্মী সম্মেলন।সেখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান এবং সভাপতিত্ব করবেন মাওলানা আব্দুল মতিন ফারুকী।২৪ তারিখ সম্মেলনের দিন হলেও আজ রৌমারী ফলুয়ার চর নৌকা ঘাটে গিয়ে দেখা গেছে কর্মী সম্মেলনের উদ্দেশ্যে ছুটে চলা জামায়াতে ইসলামী সহ তার অঙ্গসংগঠনের হাজার হাজার কর্মী নদী পাড়ি দেওয়ার জন্য জমায়েত হয়েছে।একদিন পূর্বেই কেন যাচ্ছি প্রশ্ন করা হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ শৌলমারী শাখার সহঃসেক্রেটারী মোঃ মাহবুবুল আলম ফারুকী জানান কয়েক দিন থেকে টানা শৈত্য প্রবাহের কারনে উপস্থিতি নিশ্চিত করতেই একদিন আগে কুড়িগ্রাম যাচ্ছি।লোক সংখ্যা কত জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ শৌলমারী শাখার সভাপতি মাইদুল ইসলাম জানান ১৬টি নৌকা এবং প্রায় ৩০০০ কর্মী আছে।
সেখানে দেখা গেছে তারা বিভিন্ন ইসলামি সংগীতের মাধ্যমে কর্মীদের মন মাতিয়ে রেখেছে।মিছিলে মিছিলে আন্দোলিত সবাই।