মেহেদী হাসান খোকা বরিশাল ব্যুরো প্রধান
অদ্য ২৫/০১/২০২৫ খ্রিঃ বেলা ১৬.৪৫ ঘাটিকায় এয়ারপোর্ট থানাধীন কাশিপুর বন সংরক্ষন অফিসের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কের পার্শ্বে অজ্ঞাতনামা এক যুবক হাটা অবস্থায় হঠাৎ রাস্তার উপর পরে অজ্ঞান হয়ে যায়। পথচারীরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে এয়ারপোর্ট থানা পুলিশ তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। তার নাম-ঠিকানা জানা যায় নাই। যদি কোন ব্যক্তি তার পরিচয় জানতে পারেন তাহলে এয়ারপোর্ট থানায় 01320-0 65634 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। শেয়ার করা পরিচয় সনাক্ত করার জন্য অনুরোধ করছি। মোঃ জাকির সিকদার অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি বরিশাল।