মোঃ সাহের আলী কুড়িগ্রাম রৌমারী প্রতিনিধি
রৌমারীতে ভুল ওষুধ প্রয়োগ করার কারণে ৮০ শতাংশ জমির ভুট্টার গাছ মরে গেল ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম রৌমারী উপজেলার ১ নং দাঁতভাঙ্গা ৮ নং ওয়ার্ড পূর্ব কাউয়ার চর মোঃ রাজ্জাক আলী পিতা মৃত্যু মােঃ আজমত হাজী ভুট্টার মালিক জানান ৮০ শতাংশ জমির ভুট্টার বয়স ৩০ থেকে ৪০ দিন এই ভুট্টার পিছনে সব মেলে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ভূটার পেছনে তার টাকা সার ব্যবহার করেছে স্প্রে ৩ বার করেছে পোকামাকড়ের জন্য পানি ২ বার দেওয়া হয়েছে
পূর্ব কাউয়ার চর গ্রামের মোঃ জহুরুল মিয়া জানান ভুল স্প্রে করার কারণে ভুট্টার গাছ মরে গিয়েছে ভুট্টার মালিক জানান ঘরের মধ্যে দুই প্রকারের বিষ ছিল একটি পাট ক্ষেতের ঘাস মরা বিষ ছিল এবং ভুট্টা ক্ষেতের ঘাস মরা বিষ ছিল তাই ভুল করে পাটক্ষেতের বিষ নিয়ে ভুট্টার জমিতে প্রয়োগ করায় ভূট্রার গাছ মরে যায়।
তাই সকলে রাসায়নিক, কীটনাশক/বিষ ইত্যাদি ব্যবহারে সতর্ক ও সচেতন থাকবেন।
কুড়িগ্রাম রৌমারী সীমান্তবর্তী এলাকা পূর্ব কাউয়ার চর