1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাবনায় এনজিও প্রতিনিধির সাথে শিমুল বিশ্বাস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  নতুন মিডিয়া প্রকাশের আলোচনা সভা অনুষ্ঠিত বড়লেখার বর্ণি ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী সম্পন্ন সন্ধান দাতাকে ১০০০০০/-এক লক্ষ টাকার অধিক পুরস্কার দেওয়া হবে টাঙ্গাইলের কালিহাতীতে যোগারচরের গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু কমলগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা ইউপি সদস্য শিপন আটক যে তথ্যর ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করা হয় ময়মনসিংহ চোরখাই সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ৫ জন গোরস্থান উন্নয়ন কল্পে যুব সমাজের সাথে আলোচনা  গত ২৫ বছরে একবারও ‘জয় বাংলা’ বলিনি আজ থেকে জয়া বাংলা বলবো

বরিশাল বিশ্ববিদ্যালয় মামলা নিয়ে দুই গ্রুপের ভিতর পাল্টাপাল্টি অবস্থান

আবিদ হাসান স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

আবিদ হাসান স্টাফ রিপোর্টার 

শিক্ষার্থীদের মাঝে নানা বিষয় নিয়ে উত্তজনা থামছে না বরিশাল বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে থানায় পাল্টা পাল্টি অভিযোগে আরও ঘোলাটে হচ্ছে পরিবেশ।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি রাতে জুলাই আগষ্ট বিপ্লবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ২৪ ছাত্রের বিরুদ্ধে বন্দর থানায় অভিযোগ দেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি অফিসার সানোয়ার পারভেজ লিটন। অভিযুক্তরা অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এর আগে ২১ জানুয়ারি হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রুমান হোসেন অভিযোগ দেন। এ অভিযোগ আসামী করা হয়েছে ১৫ জন। এর পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা দেখা যায়।

এদিকে গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের হাতে আটক শাহরিয়ার সান নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেন তার সহপাঠীরা। শাহারিয়ার আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

ওই ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা সাধারণ ছাত্রদের নিয়ে প্রক্টরের কাছে ৫ আগস্টের আগে হামলার জন্য কেন মামলা নেওয়া হয়নি তার কৈফিয়ত চায়। পরে চাপের মুখে ২৫ জানুয়ারি রাতে ২৪ জনকে আসামি করে বন্দর থানায় অভিযোগ দেয় প্রশাসন।

৫ আগস্ট হামলার অভিযোগে দায়ের করা মামলার বাদী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রুমান হোসেন বলেন, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে আমি প্রথম সারিতে ছিলাম। ৫ আগস্ট বিকেলে আমাকে মেরে উলঙ্গ করে ক্যাম্পাসে ঘুরিয়েছে। চরম নির্যাতন করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ আমার করা মামলা নিয়েছে। মামলায় তমালসহ কয়েকজন আসামি রয়েছেন। এরা ৫ আগস্টের পর থেকে ভয় দেখিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় নানা অপকর্ম করছে।

তবে বরিশার বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান তমাল বলেন, আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ২৪ জানুয়ারি এক ছাত্রলীগ কর্মীকে আটক করেন সাধারণ ছাত্ররা। তাকে ছিনিয়ে নেয় ছাত্রলীগ। ওই ঘটনার পর প্রক্টরকে বিষয়টি জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানাই । সে অনুযায়ী ২৪ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় এজাহার দিয়েছে। যাদের নাম আছে তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দুটি অভিযোগ থানায় অভিযোগ পেয়েছি। মামলা হিসেবে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। পাশাপাশি বিষয় দুটিতে তদন্ত চলছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টররসহ একাধিক কর্মকর্তাকে ফোন দেওয়া হলে তারা ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট