নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলা আদমজী ইপিজেড এর মেইন গেটের সামনে একটি জরুরি ভিত্তিতে ওভার ব্রিজের প্রয়োজন। এই ইপিজেড এ হাজার হাজার গার্মেন্টস শ্রমিক কাজ করে। মেইন গেটের সামনে রাস্তা। সেই রাস্তা পের হয়ে যেতে হয় অফিসে।
প্রতিনিয়ত কারও না কারও গাড়ি এক্সিডেন্ট করে প্রাণ যাচ্ছে অনেক মানুষের। বিশেষ করে দুটি সময়ে এর প্রভাব দেখা যায়। সকাল আর বিকেলে কিংবা রাতে। সকাল বেলা হাঁটা যায় না অটো গাড়ির জন্য।
মানুষের চেয়ে অটো গাড়ি চলাচল করে বেশি এই রাস্তা দিয়ে।
কিছু দিন আগে একটি ঘটনা ঘটেছে। একটি মটর সাইকেলে তিনজন পার হচ্ছিল রোড এমনেই করে একটি তেলের গাড়ি পিসে চলে গেল সেইখানে দুজন মারা যায়। আর একজন প্রাণে বেঁচে যায়।
বিশেষ করে সেই রোড এক্সিডেন্ট আর গাড়ি চলাচলের জন্য গেটের সামনে একটি জরুরি ভিত্তিতে ওভার ব্রিজের প্রয়োজন। তা যদি না হয় তাহলে প্রতিনিয়ত মানুষের প্রাণ যেতে থাকবে।