1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শান্তিগঞ্জে কলিম উদ্দিন আহমদ মিলনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল মলদ্বারে বাতাস ঢুকিয়ে শিশুকে হ,ত্যা ঝিনাইগাতীতে বিদেশী মদ সহ অটোরিক্সা জব্দ মতলব উত্তরে আদালতের নিষেধাজ্ঞায় স্থাপনা নির্মাণ স্থগিত  গফরগাঁওয়ে মশাখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃ ত্যু বাংলাদেশ না পারছে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদেরকে এড়িয়ে যেতে’ চোর, ডাকাত ও ঘুসখোরদের হজ আল্লাহ কবুল করেন না’ধর্ম উপদেষ্টা পুলিশের হাতে ডিবি পুলিশ আটক মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাবির মিয়া ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন  বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে নবজাতক শিশুর মৃ,ত্যু

পাংশায় দলীয় কোন্দলে বিএনপির দলীয় কার্য্যালয় ভাংচুর। 

মহিদুল ইসলাম,  রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে দলের আরেক পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার মাছপাড়া বাজারে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের (হারুন গ্রুপ) অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মাছপাড়ায় বিএনপির দুই গ্রুপের অন্ত কোন্দল চরমে পৌঁছেছে। গত রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি পদ প্রত্যাশী মো: আশরাফুল ইসলাম (হারুন গ্রুপ) ও চেয়ারম্যান প্রার্থী (সাবু গ্রুপ) আশরাফুল ইসলাম মিয়ার নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এসময় চেয়ারম্যান প্রার্থীর লোকজন গিয়ে যুবদল ও ছাত্রদলের পার্টি অফিস ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

মাছপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী ও ৪ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো: লুৎফর রহমান বলেন, আমাদের প্রতিপক্ষের (সাবু গ্রুপ) লোকজন হারুন ভাইয়ের ছবি থাকায় অফিস ভাঙচুর করেছে। তারা শুধু অফিসই ভাঙচুর করে নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি ও ছিড়ে ফেলেছে। অফিসে ৫০ টি চেয়ারম্যান, দুইটি সাউন্ড বক্স, কম্পিউটার ও রাউটার ছিল। কিছু চেয়ার ভাঙচুর করেছে, বাকি জিনিসপত্র নিয়ে গেছে।

ইউনিয়ন যুবদলের সভাপতি পদ প্রত্যাশী (হারুন গ্রুপ) মো: আশরাফুল ইসলাম বলেন, চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম মিয়া ব্যক্তি কোন্দলের জের ধরে গত রাতে আমাদের পার্টি অফিস ভাঙচুর করে। আমি বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি।

ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম মিয়া (সাবু গ্রুপ) বলেন, বিএনপির অফিসের নাম করে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে ওখানে বসে আড্ডা মারত। আর ওই অফিসে বসেই চাঁদাবাজি করতো। তাই আমার লোকজন ওই অফিস ভেঙে দিছে।

পাংশা মডেল থানার ওসি তদন্ত রাসেদুল ইসলাম বলেন, গত সোমবার সন্ধ্যায় মাছপাড়া বাজারে বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থান এমন সংবাদে পুলিশ পাঠানো হয়।পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট