ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
আওলাদে রাসুল (সা.), আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.), বিশ্বঅলি শাহানশাহ হযরত শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ভাগিনা মজ্জুবে ছালেক, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, শাহানশাহ হযরত শাহসূফি সৈয়দ মোহাম্মদ শাহাজাহান চৌধুরী মাইজভাণ্ডারী (ক.)’এর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে ২৮ জানুয়ারি সকালে রওজা প্রাঙ্গণে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ নাজিম উদ্দীন মাইজভাণ্ডারী (মা.জি.আ), গাউছিয়া শাহাজাহান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ এস্কান্দার মির্জা চৌধুরী মুকুট (মা.জি.আ), শাহজাদা সৈয়দ সেকান্দার মির্জা চৌধুরী মহান (মা.জি.আ)।